গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
মাদারীপুর পৌরসভা, মাদারীপুর
জন্ম নিবন্ধন আবেদনপত্র

১. নিবন্ধনাধীন ব্যক্তির বিবরণঃ (বাংলায়)

ওর্য়াড নং- (ইংরেজিতে) লিঙ্গঃ- পুরুষ নারী অন্যান্য

পুরো নাম
জন্ম তারিখ (খ্রিঃ)
জন্মস্থান

২. পিতা ও মাতার বিবরণঃ (বাংলায়)

(ইংরেজিতে)

পিতা
মাতা

৩. স্থায়ী ঠিকানাঃ (বাংলায়)

(ইংরেজিতে)

হোল্ডিং নং- পাড়া/মহল্লা/গ্রামঃ হোল্ডিং নং- পাড়া/মহল্লা/গ্রামঃ
রাস্তাঃ ডাকঘরঃ রাস্তাঃ ডাকঘরঃ
উপজেলাঃ জেলাঃ উপজেলাঃ জেলাঃ

৪. বর্তমান ঠিকানাঃ (বাংলায়)

(ইংরেজিতে)

হোল্ডিং নং- পাড়া/মহল্লা/গ্রামঃ হোল্ডিং নং- পাড়া/মহল্লা/গ্রামঃ
রাস্তাঃ ডাকঘরঃ রাস্তাঃ ডাকঘরঃ
উপজেলাঃ জেলাঃ উপজেলাঃ জেলাঃ
৫. অসামর্থ্যতার প্রকৃতি (যদি থাকে) ( টিকদিন) অন্ধ মূক বধির দীর্ঘস্থায়ী অসুস্থতা অপ্রকৃতিস্থতা বিকলাঙ্গ অন্যান্য

৬. আবেদনকারীর প্রত্যয়ন (নিবন্ধনাধীন ব্যক্তির বয়স ১৮ বা তদূর্ধ্ব হলে তিনি নিজে নিম্নের কলামে স্বাক্ষর / টিপসহি দিতে পারবেন)

আমি স্বজ্ঞানে ঘোষণা করছি যে, উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, নিবন্ধনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধিত হয়নি।
নামঃ তারিখঃ
সর্ম্পক পিতা মাতা অন্যান্য (সর্ম্পক লিখুন)

৭. তথ্য সংগ্রতকারী / যাচাইকারীর প্রত্যয়নঃ

জন্মের ৫ বছরের আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র ১নং কলামে প্রত্যয়র প্রোয়জন হবে। জন্মের ৫ বছর পরে আবেদনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান বা প্রাক্তন ছাত্র / ছাত্রী হলে ২নং কলামে শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন প্রয়োজন হবে।অন্যান্য আবেদনকারীদের ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য ২নং কলামে এমবিবিএস ডাক্তার এবং জন্মাস্থান / স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য ৩নং কলামে ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন প্রয়োজন হবে।তবে নিবন্ধন কর্তৃক নির্দিষ্টকৃত কোন এজিওকর্মী ও জন্ম স্থান / স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য ৩নং কলামে প্রত্যয়ন করতে পারবেন। এছাড়া ইপিইই কার্ড / এসএসসি বা সমমানের সার্টিফিকেট / পাসপোর্ট / হাসপাতালের জন্ম সংক্রান্ত ছাড়পত্র / জন্ম তারিখ এবং জন্মস্থান সম্পর্কিত নিবন্ধন যেরূপ প্রয়োজন মনে করবেন সেরূপ কোন দলিলের অনুলিপি (যে কোন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ / প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত ) সংযুক্ত থাকলে নিম্নের কোন কলামে প্রত্যয়ন প্রয়োজন হবে না।

তথ্য সংগ্রতকারী প্রত্যয়ন (স্বাক্ষর, তারিখ ও নামসহ সীল) এমবিবিএস ডাক্তার বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠন প্রধানের প্রত্যয়ন (স্বাক্ষর, তারিখ ও নামসহ সীল) ওয়ার্ড কাউনন্সিলর / এনজিও কর্মীর প্রত্যয়ন (স্বাক্ষর, তারিখ ও নামসহ সীল)
(১) (২) (৩)

৮. নিবন্ধকের কার্যালয় কর্তৃক পূবণীয়ঃ

নিবন্ধকের অনুমোদন স্বাক্ষর তারিখ ও নামসহ সীল নিবন্ধন বহিতে লিপিবদ্ধকারীর স্বাক্ষর তারিখ ও নামসহ সীল
নিবন্ধন বহি নং-
নিবন্ধনের তারিখঃ
ব্যপন এর শেষ ছয় অংকঃ
ব্যক্তিগত পরিচিতি নং (ব্যপন)
জম্ন সনদ প্রদানের সম্ভাব্য তারিখঃ

৯. আবেদনকারীর অংশ (তথ্য সংগ্রহকারী / জন্ম তথ্য ফরম গ্রহণকারী নিচের অংশটি পূরণ করে আবেদনকারীকে ফেরত দিবেন )

নিবন্ধনাধীন ব্যক্তির নামঃ
আবেদনকারীর নামঃ জন্ম সনদ প্রদানের সম্ভাব্য তারিখঃ
তথ্য সংগ্রহণকারীর / আবেদনপত্র গ্রহনকারীর নাম ও পদবীঃ তারিখসহ স্বাক্ষরঃ

১. এই ফরমটি ইউনিয়ন / পৌরসভা / সিটি কর্পোরেশন / ক্যান্টনমেন্ট বোর্ড জন্ম নিবন্ধনের জন্য প্রযোজ্য যা আবেদনকারী বা নিবন্ধক কপি ব্যবহার করতে পারবেন।

২. ইউনিয়নের ক্ষেত্রে ঠিকানাঃ (১) গ্রাম (২) ইউনিয়ন (৩) উপজেলা (৪) জেলা। অন্যান্য ক্ষেত্রে ঠিকানাঃ (১) হোডিং / বাসা নং (২) সড়কের নাম বা নং (৩) মৌজা / মহল্লা (৪) ওয়ার্ড নং (৫) পৌরসভা / সিটি / কর্পোরেশন / ক্যান্টনমেন্ট বোর্ড।

৩. ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনাকর্মী, এনজিও মাঠকর্মী, হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ, জেল সুপার, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ / প্রধান শিক্ষক।

৪. সনদ গ্রহণের সময় আবেদনকারী তার অংশের অপর পৃষ্ঠায় স্বাক্ষর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিবেন এবং জন্ম সনদ সংগ্রহ করবেন।