১. দালানের নকশা অনুমোদন পাওয়ার তারিখ হইতে ৬(ছয়) মাসের মধ্যে নির্মাণ কাজ আরম্ভ করিতে হইবে। এই সময়ের মধ্যে নির্মাণ কাজ আরম্ভ না করা হইলে নকশা অনুমোদন বাতিল বলিয়া গন্য হইবে।
২. দালানের নকশা একজন ডিগ্রী প্রকৌশলীর পরীক্ষিত স্বাক্ষর থাকিতে হইবে।
৩. দালানের লে-আউট দেওয়ার সময় পৌরসভায় প্রকৌশল বিভাগকে অবহিত করিতে হইবে।
৪. প্রস্তাবিত নির্মাণ কাজ সমাপ্তির পর অফিসকে এক মাসের মধ্যে অবশ্যই লিখিতভাবে অবহিত করিতে হইবে।
৫. সরকারী / পৌরসভার প্রয়োজনে এবং পৌরসভার শর্তাবলী অমান্য / লংঘন করিলে নির্মিত অবকাঠামো নিজ খরচে ভাংগিয়া ফেলিতে হইবে এবং ইহার জন্য কোন প্রকার ক্ষতিপূরণ দাবী গ্রহনযোগ্য হইবে না। অতএব সংযুক্ত দালানের নকশা ও অবস্থান নকশা অনুমোদন ক্রমে নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ করার সদয় অনুমতি প্রদানের জন্য আবেদন করিতেছি।